মিসরে ১৭ ব্রাদারহুড কর্মী নিহত

 

মাথাভাঙ্গা মনিটর: মিসরেসরকারি বাহিনীর সাথে দেশটির ক্ষমতাচ্যুত প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিতপ্রেসিডেন্ট ও ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসির সমর্থকদের মধ্যে সংঘর্ষেরঘটনা ঘটেছে। এতে ব্রাদারহুডের ১৭ কর্মী নিহত হন।বৃহস্পতিবার সিনাইউপদ্বীপের ফিলিস্তিন সীমান্তের কাছাকাছি রাফাহ্ এলাকায় এ নিহতের ঘটনা ঘটে। এসময় চার ব্রাদারহুড কর্মীকে আটক করে সরকারি বাহিনী। এছাড়াও তাদের চারটিযানবাহনও ধ্বংস করে দেয় সরকারি বাহিনী।মুরসির ক্ষমতাচ্যুতির বার্ষিকীতে তার সমর্থকরা বিক্ষোভের ডাক দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উল্লেখ্য, ব্রাদারহুড নেতা মুরসি দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিতপ্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার এক বছরের মাথায় সেনাবাহিনী তাকে ক্ষমতাচ্যুতকরে। এরপর থেকে মুরসি সমর্থকরা তার মুক্তির দাবিতে আন্দোলন করে আসছে।

Leave a comment