হামলা হলে দাঁতাভাঙ্গা প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি হামাসের

 

মাথাভাঙ্গা মনিটর: ফিলিস্তিনেরইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসরাইলিতিন কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে কোনো হামলা হলে তার দাঁতভাঙ্গা প্রতিশোধনেয়া হবে।হামাসের মুখপাত্র সামি আবু জুহরি বলেছেন, ফিলিস্তিনের দখলদারশক্তি যদি পরিস্থিতির আরো অবনতি ঘটায় বা যুদ্ধ শুরু করে তবে তারদাঁতাভাঙ্গা প্রতিশোধ নেয়া হবে। তিনি বলেন, ইহুদি প্রধানমন্ত্রী বেনইয়ামিননেতানিয়াহুর জানা উচিত যে হুমকিতে ডরায় না হামাস।তারপরও তারা যদি গাজাউপত্যকার বিরুদ্ধে যুদ্ধে নামে তবে নিজেদের জন্য জাহান্নামের দরজা খুলেদিবে।তিন ইসরাইলি কিশোরের নিখোঁজ ও হত্যার বিষয়ে তিনি বলেন, ইহুদিবাদীইসরাইলিদের মুখ থেকেই কেবল এমন কথা শোনা যাচ্ছে। তেলআবিব এ কাহিনীকে অজুহাতহিসেবে ব্যবহার করে ফিলিস্তিনি ও হামাসের বিরুদ্ধে অভিযান শুরু করতেচাইছে।
গত ১২ জুন পশ্চিম তীরের আল-খলিল শহর থেকে ইসরাইলে অভিবাসী তিনতরুণ-কিশোর নিখোঁজ হয়। এ ঘটনায় গাজার সাথে ইসরাইলের কারেম শালোম সীমান্তবন্ধ করে দেয়া হয়েছে।আল-খলিল(হেব্রন)-এর কাছে ইসরাইলি তিন কিশোরেরমৃতদেহ পাওয়া গেছে। এ তিন জনের কথিত নিখোঁজ হওয়ার ঘটনার সাথে জড়িত থাকারঅভিযোগ এর আগে পরিষ্কার ভাষায় অস্বীকার করেছে হামাস। ফিলিস্তিনের এই ইসলামীপ্রতিরোধ আন্দোলন বলেছে, হামাস ও ফাতাহ যে সংহতি চুক্তি করেছে তা নষ্টকরতে চাইছে ইহুদিবাদী ইসরাইল। এ চুক্তির ভিত্তিতেই ফিলিস্তিনের সংহতি সরকারগঠিত হয়েছে।

Leave a comment