মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

 

 

মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের গুড়ের আড়ত ও মুদিখানা দোকানে অভিযান চালিয়ে ১৪ হাজার ৩শটাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হোসেন ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দণ্ডবিধির ২৭৩ ও ২৭৬ ধারায় গুড়ব্যবসায়ী আলী হোসেনকে ২ হাজার টাকা, দণ্ডবিধির ২৭৩ ধারায় মফিজুল রহমানকে ১ হাজার টাকা, গিয়াস মিস্টান্ন ভাণ্ডারকে ২ হাজার টাকা, মুদিব্যবসায়ী এনামুল হককে ৩হাজার টাকা, মাসুদ রানাকে ৫ হাজার টাকা, মুরগিব্যবসায়ী মফিজুল ইসলামকে ৩শটাকা ও মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় এক ব্যক্তির কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নোংরা পরিবেশ, ওজনে কম দেয়া ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অপরাধে জরিমানা আদায় করা হয়।