পদবি পরিবর্তন ও বেতন কাঠামো সমন্বয়ের দাবি : কালেক্টরেট সহকারীদের পূর্ন দিবস কর্মবিরতি
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি আন্দোলন অব্যাহত রেখেছে। সহকারীদের পদবি পরিবর্তন ও বেতন কাঠমো প্রধান মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মেহেরপুরের গাংনীতে কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় তারা বিক্ষোভ সমাবেশেও করে।
চুয়াডাঙ্গায় পদবি পরিবর্তন ও বেতন কাঠামো সমন্বয় সংক্রান্ত দাবি বাস্তবায়নে কালেক্টরেট কর্মচারীদের কর্ম বিরতি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি চুয়াডাঙ্গা শাখা কমিটির সভাপতি আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক নাজমুল হকের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকা সত্ত্বেও জনপ্রশাসন মন্ত্রণালয় একটির পর একটি তদন্ত দিয়ে জেলা, উপজেলা ও বিভাগীয় প্রশাসনের ৩য় শ্রেণির কর্মচারীদের পদবি ও বেতন স্কেল সমন্বয় সংক্রান্ত দাবি বাস্তবায়নে গত ৬ মাস ধরে টালবাহানা করছে। এতে দেশের সকল উপজেলা, জেলা ও বিভাগীয় প্রশাসনের ৩য় শ্রেণির কর্মচারীগণ কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করতে বাধ্য করছে কর্তৃপক্ষ।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, পদবি পরিবর্তন ও বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে ঝিনাইদহে পূর্ণদিবস কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা প্রশাসক কার্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারীরা। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ৫টা পর্যন্ত এসব কর্মসূচি পালন করেন তারা।
গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে কর্মচারীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা জজ আদালত চত্বর ঘুরে আবার একই স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ খান, সহসভাপতি জাহিদ হাসান, রতন কুমার মিত্র, ইসমাইল হোসেন, ফেরদৌসি বেগম, সুকুমার বিশ্বাস, সাদ আহমেদ, হুমায়ুন আজাদ লাভলু, নাজমা সুলতানা, মলয় মুখার্জী, আনোয়ার হোসেন, মোরশেদ ইকবালসহ অনেকে বক্তব্য রাখেন। এসময় অবিলম্বে তাদের দাবি মেনে নেয়া না হলে জেলা প্রশাসকের সার্ভার বন্ধ করে দেয়াসহ লাগাতার কর্মসূচির হুমকি দেয়া হয়। এছাড়া জনপ্রশাসন কল্যাণ শাখার অতিরিক্ত সচিবের অপসারণের দাবিও জানান কর্মচারীরা। সমাবেশে বক্তারা অবিলম্বে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা ও উপজেলা প্রশাসনে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদবি পরিবর্তন ও বেতন বৈষম্য দূরীকরণের দাবি জানান।
মেহেরপুর অফিস জানিয়েছে, কালেক্টরেটের অধীনে কর্মরত সহকারীদের (৩য় শ্রেণির কর্মচারী) পদবি পরিবর্তন ও সম্মানজনক বেতন স্কেল প্রদানের দাবিতে ২য় দফায় পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) মেহেরপুর জেলা শাখা। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। আগামী ১৭ জুলাই পর্যন্ত কর্মসূচি পালন করা হবে।