মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানকে সহযোগী সদস্যের মর্যাদা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দ্যা ইউরোপীয়ান কাউন্সিল ফর নিউক্লিয়ার রিসার্চ (সার্ন)।এশিয়ার দেশগুলোর মধ্যেপাকিস্তানই প্রথম এ মর্যাদা পেতে যাচ্ছে বলে গতকাল রোববার জানিয়েছে দ্য ডন।এছাড়াতুরস্ক ও সার্বিয়ার পর পাকিস্তান সহযোগী দেশের মর্যাদা পাওয়া তৃতীয় দেশ বলেজানিয়েছে গণমাধ্যমটি। গতবৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় সার্নের ২১সদস্যের কাউন্সিলের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।এ বিষয়ে একবিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিদ্যুৎ উৎপাদন, কৃষি এবংচিকিৎসা ক্ষেত্রের মতো শান্তিপূর্ণ উদ্দেশে বেসামরিক নিউক্লিয়ার প্রযুক্তিরব্যবহারের কৃতিত্বধারী পাকিস্তান যে একটি দায়িত্বশীল নিউক্লিয়ার রাষ্ট্র, এটি তারএকটি স্বীকৃতি।বিবৃতিতে আরো বলা হয়েছে, সার্নের সহযোগী সদস্যপদ লাভেরমাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তির ক্রমবর্ধমান উদ্ভাবন ও উদ্যেগে আরো নিবিড়ভাবে অবদানরাখার ও এর থেকে লাভবান হওয়ার বিষয়ে আশাবাদী পাকিস্তান।২০১৩’র ফেব্রুয়ারিতেসার্নের সহযোগী সদস্যপদের জন্য আনুষ্ঠানিক আবেদন জানিয়েছিলো পাকিস্তান।