স্টাফরিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন কে.এমমামুন উজ্জামান। এর আগে মামুন উজ্জামান চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা এসিল্যান্ড হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। এ দায়িত্ব পালনরত অবস্থায় প্রমোশন পেয়ে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদোন্নতি লাভ করেন। সেখানে সততা ও নিষ্ঠার সাথেদু বছর ৫মাস দায়িত্ব পালন করেন তিনি। সেখান থেকে বদলির আদেশ পেয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি যোগদান করেন। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিন বদলি আদেশ পেয়ে মেহেরপুর জেলার গাংনী উপজেলা যোগদান করেন। কে.এম মামুন উজ্জামান তার স্থলাভিষিক্ত হন।
গতকাল কে.এম মামুন উজ্জামান মাথাভাঙ্গাকে বলেন, আমি দামুড়হুদায় থাকাকালীন সময়ে বহুর প্রচারিত মাথাভাঙ্গা পত্রিকা সম্পর্কে জেনেছি। পত্রিকার বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন এ উপজেলার উন্নয়ন ও আমার দায়িত্ব পালনকে বেগবান করবে। আমি উপজেলারবাসীর সকলের সহযোগিতার মাধ্যমে শিক্ষা,স্ব্যাস্থ,বাল্যবিয়ে রোধ, মাদকপ্রতিরোধসহ খেলা-ধুলার মাধ্যমে যুবসমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করে উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। নবাগত নির্বাহী অফিসার জানান,গত ১৫ জুন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মহোদয়ের নিকট যোগদান করি এবং ১৭ জুন আবুল আমিনের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করি। পারিবার শিপ্টের জন্য ৩ দিন ছুটি কাটানো শেষে গতকাল রোববার অফিস করি। কে.এমমামুন উজ্জামান নড়াইল জেলার ১নং মাইজপাড়া উইনিয়নের কল্যাণখালী গ্রামের মরহুম হরমুজ আহম্মদের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি দুকন্যা সন্তানের জনক এবং তিনার স্ত্রী একজন গৃহিনী।