স্টাফ রিপোর্টার: ফেসবুকেআপত্তিকরঅডিও ক্লিপ আপলোড করার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একশিক্ষকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আরেকজন শিক্ষক।বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারীঅধ্যাপক কাজী জাহিদুর রহমানের বিরুদ্ধে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগেরসহযোগী অধ্যাপক ড. মুসতাক আহমেদ এ অভিযোগ করেছেন।জিডিতেঅভিযোগ করা হয়েছে, কাজী জাহিদুর রহমান বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ওসাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুসতাক আহমেদের কণ্ঠ নকল করেনারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামি নূর হোসেনের ছবি ব্যবহার করে ১ মিনিট২১ সেকেন্ডের একটি অডিও ক্লিপ তৈরি করেন। গত ১৯ জুন সেটি তার নিজের ফেসবুকপ্রোফাইলে আপলোড করেন। এতে রাবিতে অনুষ্ঠিত বিভিন্ন ক্যাটাগরির নির্বাচননিয়ে আলাপচারিতা রয়েছে। এরপর একটি কমেন্টে অডিও ক্লিপের কণ্ঠটি গণযোগাযোগ ওসাংবাদিকতা বিভাগের শিক্ষক ও সাবেক সহকারী প্রক্টরের বলে দাবি করেন। এঘটনার পরিপ্রেক্ষিতে মুসতাক আহমেদ নগরীর মতিহার থানায় গত ২১ জুন রাতেজিডিটি করেন।অভিযোগকারী শিক্ষক মুসতাক আহমেদসাংবাদিকদের বলেন, তিনি আমার নামে ওই অডিও আপলোড করে আমাকে সামাজিক, রাজনৈতিক ও অ্যাকাডেমিকভাবে হেয় করার জন্য এ অপকর্ম করেছেন। বর্তমানে আমিনিরাপত্তাহীনতায় রয়েছি বলে থানায় জিডি করেছি।এব্যাপারে কাজী জাহিদুর রহমান বলেন, রাজনৈতিক আলোচনার স্বার্থে অডিওক্লিপটি ফেসবুকে আপলোড করা হয়েছে। সেই ক্লিপে কারও নাম উল্লেখ করা হয়নি।কাউকে হয়রানি বা হেয় করার উদ্দেশে সেটি আপলোড করা হয়নি।