মেহেরপুর যুবদলের যুগ্মআহ্বায়ক প্রভাষক ফয়েজ মোহাম্মদ সড়ক দুর্ঘটনায় আহত

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা যুবদলের যুগ্মআহ্বায়ক মেহেরপুর পৌর কলেজের প্রভাষক ফয়েজ মোহাম্মদ সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া সনোটাউয়ারে ভর্তি করা হয়েছে। মাথায় রক্তক্ষরণর জন্য তাকে প্রচুর রক্ত দিতে হচ্ছে।

জানা যায়, গতকাল রোববার যুবদল নেতা প্রভাষক ফয়েজ মোহাম্মদ সদর উপজেলার আমঝুপি থেকে মেহেরপুর ফিরছিলেন। বিকেল ৪টার দিকে মেহেরপুর সরকারি কলেজ মোড়ে এসে পৌঁছুলে কর্দমাক্ত রাস্তায় তার মোটরসাইকেল স্লিপ করে। এতে তিনি মোটরসাইকেলসহ রাস্তার ওপর আছড়ে পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে কুষ্টিয়া রেফার করেন। বর্তমানে তিনি কুষ্টিয়া সনোটাউয়ারে চিকিৎসাধীন রয়েছেন। মাথায় রক্তক্ষরণের জন্য এ পর্যন্ত তাকে ৪ ব্যাগ রক্ত দিতে হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। তার চিকিৎসার জন্য আরো রক্তের প্রয়োজন বলে জানান বিএনপি নেতা অ্যাড. মোখলেছুর রহমান স্বপন। যুবদল নেতা প্রভাষক ফয়েজ মোহাম্মদ বিগত উপজেলা নির্বাচনে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী ছিলেন।