মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন ক্লাস্টারের উদ্যোগে আশরাফপুরমাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলে বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
গতকাল রোববার সকাল ১০টায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফুটবলে বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে এবং একই মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা ফুটবলে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ায় টাইব্রেকারে বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। আজ সোমবার বিকেলে আশরাফপুর মাঠে বঙ্গবন্ধু ফুটবলের ফাইনালে বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং বঙ্গমাতা ফুটবলের ফাইনালে বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় টেংরামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হবে।