আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের সাকোপাড়ায় দু বাড়িতে ডাকাতদল হানা দিয়ে লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে।এলাকাসূত্রে জানা যায়, গত শনিবার রাত ১টার দিকে ১৫-১৬ জনের ডাকাতদল আমঝুপি সাকোপাড়ার ওহাব আলীর ছেলে মো. জাব্বারের বাড়িতে ঢুকে গৃহকর্তাকে ধারালো অস্ত্রের আঘাতে জিম্মি করে ৩ ভরি সোনার গয়নাগাটি লুট করে পাশের বাড়ি নুরুলের ছেলে তালেবের বাড়িতে ঢুকেবাড়ির সকলকে হাত-পা বেঁধে ঘরের প্রয়োজনীয় কাপড়চোপড় লুট করে নিয়ে যায়।