মেহেরপুরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

 

মেহেরপুর অফিস: মেহেরপুর-কাথুলী সড়কের কায়েম কাটার মোড়ে বাসের ধাক্কায় জেওয়াল হোসেন (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকালরোববার সকালে দুর্ঘটনার পর বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কুতুবপুর ইউনিয়নের ফতাইপুর গ্রামের মৃত বাওছাল হালসানার ছেলে জেওয়াল হোসেন বাইসাইকেলযোগে বাজার করতে মেহেরপুর শহরের দিকে যাচ্ছিলেন। কায়েম কাটার মোড়ে পৌঁছুলে মেহেরপুরগামী একটি যাত্রীবাহী লোকাল বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধ জেওয়াল হোসেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাজশাহী নেয়ার পথে বিকেলে কুষ্টিয়ার শহরের অদূরবর্তী স্থানে পৌঁছুলে তার মৃত্যু হয়। পরে লাশ নেয়া হয় মরহুমের নিজ বাড়ি ফতাইপুর গ্রামে।