বাকিতে জমি বিক্রি করে বিপাকেজীবননগর পিয়ারাতলার আরব প্রধান

 

 

জীবননগর ব্যুরো: বাকিতে জমি বিক্রি ও শেষে জমি রেজিস্ট্রি করে বিপাকে পড়েছে জীবননগর উপজেলার পিয়ারাতলা গ্রামের অশতিপর বৃদ্ধ আরব আলী প্রধান (৮৫)। তিনি এ অভিযোগ করে বলেছেন, ক্রেতা ৫০ হাজার টাকা বিগত এক বছরে পরিশোধ না করায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন। এ টাকা আদায়ের জন্য তিনি সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের দ্বারস্থ হচ্ছেন। কিন্তু কেউ তার টাকা আদায় করে দেয়ার দায়িত্ব না নেয়ায় এ বৃদ্ধ চরমভাবে হতাশ হয়ে পড়েছেন। বিচারের আশায় ঘুরছেন পথে পথে।

অভিযোগে জানা যায়, জীবননগর উপজেলার মনোহরপুর মাঠপাড়ার মৃত আলীমদ্দিন প্রধানের ছেলে আরব আলী গত বছরের ৩০ মার্চ দশমিক ৮৭৫ শতক জমি বিক্রি করেন। দু লাখ টাকায় এ জমি খরিদ করেন একই গ্রামের ইয়াকুব আলী ও তার মেয়ে। ইয়াকুব আলীর ছোট ভাই আব্দুল হাকিম এ জমি রেজিস্ট্রি করাকালে কিছু দিনের মধ্যে পরিশোধ করার কথা বলে ৫০ হাজার টাকা বাকি রাখেন। কিন্তু দীর্ঘদিনেও এ টাকা পরিশোধ না করায় বৃদ্ধ আরব আলী মহাবিপাকে পড়েছেন। তিনি জানান, তার ৪ ছেলে ও ৪ মেয়ে থাকলেও তাদের কেউ দেখে না। ফলে তিনি চরম অর্থনৈতিক সঙ্কটের কারণে মাঝে মধ্যেই বৃদ্ধা স্ত্রীকে নিয়ে উপোষ থাকেন। বৃদ্ধ আরব আলী তার এ টাকা আদায়ে আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলের হস্তক্ষেপ কামনা করেছেন।