বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলে শহীদ ক্যাপ্টেন ও বড়বাজার মেহেরপুর পৌর চ্যাম্পিয়ন

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত পৌর ক্লাস্টার পর্যায়ের বঙ্গবন্ধু ফটবলে শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা ফুটবলে বড়বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

গতকাল রোববার অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফুটবলের ফাইনাল খেলায় শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়৪-০ গোলে ভৈরব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বঙ্গমাতা ফুটবলের ফাইনালে বড়বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ১-০ গোলে কালাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত কওমী চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে মেহেরপুর পৌর মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় প্যানেল মেয়র আল মামুন,সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল ফজল,প্রধান শিক্ষক আব্দুল গণি প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।