স্টাফ রিপোর্টার: নূর হোসেনকে আজ সোমবার ফের আদালতে তোলা হবে। একইসাথে তার দু সঙ্গী ওহিদুল জামান শালিম ও খান সুমনকেও আদালতে তোলা হবে। গত১৪ জুন কোলকাতা পুলিশের জালে ধরা পড়ে এ তিন জন। পরের দিন এদের বারাসাতআদালতে তোলা হলে বিচারক ৮ দিনের পুলিশ রিমান্ড দিয়েছিলেন। গত ৮ দিনে পুলিশনূর হোসেন ও তার সহযোগীদের জিজ্ঞাসাবাদ করে নতুন কাউকে গ্রেফতার করতে নাপারলেও নুর হোসেনের নেটওয়ার্কের অনেক তথ্য পুলিশের হাতে এসেছে বলে জানাগেছে। অপরদিকে সাত খুনের আসামি নূর হোসেনকে ফেরত দেয়ার ইঙ্গিত দিয়েছে ভারত।ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের ঢাকা সফরের আগে গতকাল রোববার নিউইন্ডিয়ান এক্সপ্রেস ভারতের উচ্চপদস্থ এক সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে এখবর জানিয়েছে।ওই কর্মকর্তা ২০১৩ সালে স্বাক্ষরিত বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী নূর হোসেনকে ফেরত দেয়ার ইঙ্গিত দেন।আমরা বিষয়টি দেখছি। যদি বাংলাদেশ অনুরোধ জানায়, তাহলে তা গুরুত্বের সাথে বিবেচনা করা হবে বলে জনিয়েছেন তিনি। নূরহোসেনকে ফেরত পাওয়ার আশা সরকারের কর্তাব্যক্তিরা বলে এলেও তখন পর্যন্তবাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো অনুরোধ নয়া দিল্লিকে জানানো হয়নি।