দামুড়হুদায় বিজিবির চোরাচালানবিরোধী অভিযান : ফেনসিডিলসহ দুমহিলা আটক

 

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় বিজিবি সদস্যরা চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৯৬ বোতল ফেনসিডিলসহ দু মহিলা চোরাকারবারীকে আটক করেছেন। গত শনিবার বেলা সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে কুষ্টিয়ার বাহনিপাড়ার সিরাজ উদ্দিনের মেয়ে শিল্পী খাতুন ( ২৫) ও আলমডাঙ্গার বকশিগঞ্জ গ্রামের মৃত খোরসেদ আলীর মেয়ে সাহার বানুকে (৩০) ৯৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করেন। তাদের উভয়ের নামে বিশেষ ক্ষমতাআইনে মামলা দায়েরপূর্বক বিজিবি সদস্যরা শনিবার বিকেলে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করেন। গতকাল রোববার সকালে তাদের উভয়কেই থানা পুলিশ আদালতে সোপর্দ করলে আদালতের বিজ্ঞ বিচারক তাদেরকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।