স্টাফ রিপোর্টার: আলজেরিয়ার সাথে এশিয়ার দক্ষিণ কোরিয়া লড়ে হেরেছে। অবশ্য খেলার প্রথমার্ধে তিন গোলে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধেদুটি গোল করে দক্ষিণ কোরিয়া। দ্বিতীয়ার্ধে আলজেরিয়া আরো একটি গোল করলে ব্যাবধান বেড়ে যায়। খেলার ফলাফল দাঁড়ায় আলজেরিয়া-৪, দক্ষিণ কোরিয়া-২।
খেলার প্রথমার্ধের প্রথমে কোরিয়া আক্রমনাত্মক ভঙ্গিতে খেলা শুরু করলেও সময় গড়ানোর সাথে তারা কর্তৃত্ব হারাতে থাকে। আলজেরিয়া প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায়। প্রথম ম্যাচে বেলজিয়ামের কাছে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে এশিয়ার দলটিরবিপক্ষে আলজেরিয়া যেনো নতুন করে ঘুরে দাঁড়িয়। প্রথমার্ধের ২৬ মিনিটেপ্রথম গোলের দেখা পায় আলজেরিয়া। একটি দুর্দান্ত লং পাস থেকে গোল পানস্লিমানি ইসলাম। এর দুই মিনিট পরেই ব্যবধান বাড়ান হালিচি। ৩৮ মিনিটে দলেরপক্ষে তৃতীয় গোলটি করেন ডিজাবাও।এর আগে প্রথম ম্যাচে রাশিয়ারসঙ্গে ড্র করে পয়েন্টের খাতা খুলেছে এশিয়ার দলটি। অন্যদিকে বেলজিয়ামের কাছেহেরে অস্বস্তিতে ছিলো আলজেরিয়া।