টিপ্পনী

 

 

খবর:( দৌলতপুরে এমপির প্রার্থীকে নিয়োগ না দেয়ায় প্রধান শিক্ষক অবরুদ্ধ)

 

ভুল করেছেন একশো ছবার

তার কথা না শুনিয়া,

কার ইশরায় চলে এখন

বাংলা নামের দুনিয়া।

 

চলতে হবে চলার পথে

এসব কথা বুঝিয়া,

মামা খালু বাদ রেখে আজ

স্যারকে নিবা খুঁজিয়া।

 

কথা যদি না শোনো ছাই

হয়তো যাবা মরিয়া,

তখন তোমার করতে হবে

ভারত জাপান কোরিয়া।

 

-আহাদ আলী মোল্লা