চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা ১ টার দিকে উপজেলার রামনগর-গোপালখালী গ্রামের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত তুফান মালিথা (৫০) চুয়াডাঙ্গা সদরের ভেমরুল্লা গ্রামের মৃত বকস মালিথার ছেলে।
চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান জানান, তুফান ব্যাটারি চালিত অটোরিকশা চালাতেন। ধারণা করা হচ্ছে যাত্রীবেশী ছিনতাইকারীরা তুফানকে শ্বাসরোধ করে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে। লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে
এ ব্যাপারে দামুড়হুদা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।