স্টাফ রিপোর্টার: তিন কাঠা জমির টাকা দিয়ে এক ভিখারীর পাঁচ কাঠা জমি রেজিস্ট্রি করে নিয়েছেন চুয়াডাঙ্গার কুশোডাঙ্গা গ্রামের বজলু মালিতা। সরল বিশ্বাসে ভিখারী জাহানারা খাতুন জমি বিক্রি করতে গিয়ে ঠকেছেন। গত ১৫ জুন কুশোডাঙ্গার জাহানারা খাতুন একই গ্রামের বজলু মালিতার কাছে ৩ কাঠা জমি বিক্রি করেন। কিন্তু নিরক্ষর জাহানারা খাতুন পরে জানতে পারেন তার পাঁচ কাঠার অধিক জমি রেজিস্ট্রি করে নিয়েছেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের কুশোডাঙ্গা গ্রামের মৃত আফছার আলীর স্ত্রী দরিদ্র ভিখারী জাহানারা খাতুন এই প্রতিবেদকের কাছে অভিযোগ করে বলেন, তিনি তার প্রয়োজনে একই গ্রামের মৃত ফকির মালিতার ছেলে বজলু মালিতার কাছে মাঠের তিন কাঠা জমি ৪৮ হাজার টাকায় বিক্রি করেন। গত ১৫ জুন এ জমি রেজিস্ট্রি করে নেন বজলু। কিন্তু পরে জাহানারা জানতে পারেন তিন কাঠার টাকা দিয়ে বজলু মালিতা পাঁচ কাঠারও বেশি জমি নিজের নামে রেজিস্ট্রি করে নিয়েছেন।