গাংনীর নওদাপাড়ায় মধ্যরাতে এক নারীকে কুপিয়ে জখম

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের স্বামী পরিত্যক্তা আম্বিয়া খাতুন (৩৬) নামের নারীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতশনিবার মধ্যরাতে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও আহতসূত্রে জানা গেছে, নওদাপাড়া গ্রামের ঘাটপাড়ার মৃত কাবের আলীর স্ত্রী আম্বিয়া খাতুন প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে বের হন। এসময় মুখোশপরা এক ব্যক্তি তার গলায় গামছা বেঁধে হত্যার চেষ্টা করে। চিৎকার করেন আম্বিয়া খাতুন। এক পর্যায়ে ধারালো হেঁসো দিয়ে আম্বিয়া খাতুনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় ওই ব্যক্তি। পরে প্রতিবেশীরা তাকে নিয়ে রাতেই গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জমিজমা সংক্রান্ত বিরোধের ধরে একই গ্রামের আছেল উদ্দীনের ছেলে নিহাজ উদ্দীন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ আম্বিয়া খাতুনের।