মাথাভাঙ্গা মনিটর: ইউক্রেইনের প্রেসিডেন্ট পেট্রো পোরোসেনকো ঘোষিতসাময়িক যুদ্ধবিরতি চুক্তির প্রতি সমর্থন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্টভ্লাদিমির পুতিন। তবে চুক্তি ভেঙে পড়া ঠেকাতে বিদ্রোহীদের সাথে আলোচনায়বসার পরামর্শ দিয়েছেন তিনি। গতশুক্রবার রাত থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও পূর্ব ইউক্রেইনে সেনাবাহিনীরকয়েকটি ঘাঁটিতে হামলা চালিয়েছে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা। শান্তি উদ্যোগভেঙে পড়ার কয়েক ঘণ্টা পরই কিয়েভের সমঝোতা নীতির প্রতি সমর্থন জানিয়েবক্তব্য দিলো ক্রেমলিন।পোরোসেনকোর যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগতজানিয়ে গত রোববার ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেইন প্রেসিডেন্টের একসপ্তাহের শান্তি প্রচেষ্টা বিদ্রোহীদের প্রতি সরকারের আল্টিমেটামহিসেবেবিবেচিত হবে না বলে মস্কোর বিশ্বাস। বিরোধীদের সাথে আলোচনা শুরু করতে নাপারলে শান্তি প্রক্রিয়া কার্যকর ও বাস্তব সম্মতহবে না বলেও সতর্ক করেনতিনি।পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদ দমাতে ১৫ দফা প্রস্তাব দিয়েছেনসদ্য নির্বাচিত প্রেসিডেন্ট পেট্রো পোরোসেনকো। পূর্বাঞ্চলের সমস্যা সমাধানেআঞ্চলিক নেতাদের সাথে আলোচনা করেছেন তিনি। রুশভাষী প্রভাবাধীন এলাকায়রাশিয়ান ভাষা ব্যবহারে সম্মত হলেও বিচ্ছিন্নতাবাদীদের সাথে সরাসরি আলোচনায়বসতে অস্বীকার করেছেন পোরোসেনকো।