স্টাফ রিপোর্টার:নিজের কম্পিউটার থেকে তথ্য চুরির সন্দেহে শাহবাগথানায় সাধারণ ডায়েরি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরতুরিন আফরোজ। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে এ আইনজীবী জিডি করেন বলে শাহবাগ থানারপরিদর্শক (তদন্ত) মো. হাবিল হোসেন।তুরিনগত ১২ জুন ছুটিতে গিয়েছিলেন। ছুটি শেষে গতকাল রোববার কার্যালয়ে ফিরে তারকম্পিউটারের তার, কি বোর্ড, মাউস ও মনিটরসব সব কিছু এলোমেলো দেখতে পান বলেজানিয়েছেন তিনি।জিডিতে বলা হয়েছে, ওই কক্ষে আরো দুজন প্রসিকিউটরথাকলেও শুধু তার কম্পিউটার এলোমেলো ছিলো। তাই তার সন্দেহ, তার কম্পিউটারথেকে কোনো নথি বা তথ্য খোয়া গেছে। আজ সোমবার পুলিশ বিষয়টি তদন্ত শুরু করবে বলে জানান পরিদর্শক হাবিল।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে বিভক্তি নিয়ে আলোচনার মধ্যেই তুরিন আফরোজ এ জিডি করলেন।বেশ কিছুদিন ধরে প্রসিকিউশনের ভেতরে রেষারেষির বিষয়টি আইনমন্ত্রী আনিসুল হকও স্বীকার করেছেন।