স্টাফ রিপোর্টার: গত ৫ জানুয়ারির নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে বাংলাদেশের সবরাজনৈতিক দলের মধ্যে সমঝোতা না হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘেরমহাসচিব বান কি মুন। তিনি সংসদের বাইরের বিরোধী দলগুলোকে নিয়ে সংলাপের ওপরগুরুত্ব দেওয়ার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সম্প্রীতি এগিয়ে নেয়াকেউত্সাহিত করেছেন।গত বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে রাষ্ট্রপতি আবদুল হামিদেরসাথে বৈঠকে জাতিসংঘের মহাসচিব বান কি মুন এ মন্তব্য করেন। জাতিসংঘমহাসচিবের দফতর ও ঢাকায় জাতিসংঘ দফতর গতকাল শনিবার এ তথ্য নিয়েছে।জাতিসংঘের ওই বিবৃতিতে বলা হয়েছে, ১৯ জুন অনুষ্ঠিত ওই বৈঠকে আবদুলহামিদ ও বান কি মুন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস, মৃত্যুহার কমানো ওচরম দারিদ্র্য দূরিকরণে বাংলাদেশের সাফল্য নিয়ে আলোচনা করেন।বিশ্বজুয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের জন্যরাষ্ট্রপতি আবদুল হামিদকে ধন্যবাদ জানান বান কি মুন। রাষ্ট্রপতি জাতিসংঘমহাসচিবকে জানান, আগামী সেপ্টেম্বরে জলবায়ু শীর্ষ সম্মেলনে অংশ নেবেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা।