মাথাভাঙ্গা মনিটর:চীনের শিনজিয়াংয়ে সরকারি নিরাপত্তা বাহিনীর কার্যালয়ে হামলা চালানোর পর ১৩ হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে দূরপশ্চিমাঞ্চলে এ হামলার ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া।স্থানীয়প্রশাসনের বরাতে সিনহুয়া বলেছে, দক্ষিণ শিনজিয়াংয়ে ইয়েচেং কাউন্টির সরকারিনিরাপত্তা ব্যুরোর ভবনে গাড়ি নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। তারা অনেকগুলোবোমার বিস্ফোরণ ঘটায়।খবরে বলা হয়, পুলিশ গুলি করে ওই ১৩ হামলাকারীকে মেরে ফেলেছে। এঘটনায় তিন পুলিশ সামান্য আহত হয়েছেন।এ হামলার ঘটনায় বেসামরিক কোনো হতাহতের ঘটনা ঘটেনি।চীন কর্তৃপক্ষ ওই প্রদেশে ক্রমবর্ধমান হামলার ঘটনাগুলোর জন্য শিনজিয়াংয়ের উইঘুর মুসলিম সম্প্রদায়কে দায়ী করেছে।ওই এলাকায় বার বার এ ধরনের হামলার পর সম্প্রতি চীন সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নেমেছে।