মেহেরপুর আমদহতে ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরন

 

 

আমঝুপি প্রতিনিধি: ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল শনিবার সকাল ১০টার দিকে আমদহ সরকারি প্রাথমিক বালক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত হয়।গণসাক্ষরতা অভিযানেরর সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র মউক ও ওয়াচ গ্রুপ এ অনুষ্ঠান আয়োজন করে।

আমদহ ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ১০টি ইভেন্ট অংশগ্রহণ করে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আমদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আবুল ফজল।