মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে বিদ্যুতস্পৃষ্টে রুহুল সিদ্দিক (৫০) নামের এক ভূষিমাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে নিজ ঘরের বৈদ্যুতিক লাইনের সাথে তিনি স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। সে ওই গ্রামের মৃত সোহবার আলী মাস্টারের ছেলে।
স্থানীয়সূত্রে জানা গেছে, দুপুরে মাঠ থেকে বাড়ি ফিরে ঘরের টিভি লাইনের সংযোগ দিচ্ছিলেন রুহুল সিদ্দিক। এসময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। তার লাশ বিকেলে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়েছে।