স্টাফ রিপোর্টার: মাগুরারশ্রীপুর উপজেলার সাচিলাপুর কৃষি ব্যাংক থেকে ভুয়া টিটির মাধ্যমে ৪৭ লাখ ৭৮হাজার টাকা আত্মসাতের ঘটনা নিয়ে নানা চক্রান্ত চলছে বলে ওই ব্যাংকের সাবেকম্যানেজার মো. আসাদুজ্জামান গতকাল শনিবার শ্রীপুর প্রেস ক্লাবে এক সংবাদসম্মেলনে জানিয়েছেন। বর্তমানে শ্রীপুর উপজেলা সদরের কৃষি ব্যাংকেরম্যানেজার মো. আসাদুজ্জামন সংবাদ সম্মেলনে জানান যে, তিনি ২০১৩ সালের ২৫জুলাই সাচিলাপুর শাখা থেকে বদলি হওয়ার সময় যাবতীয় হিসাব-নিকাশ ও কাগজপত্রবুঝিয়ে দিয়ে এসেছেন। এ বদলির প্রায় ১০-১১ মাস পরে ২০১৪ সালের ১২ মে থেকে ৪জুন সময়ের মধ্যে সাচিলাপুর কৃষি ব্যাংকের শস্য ঋণ কর্মসূচির গুদাম রক্ষকআকতার হোসেন ৬টি ভুয়া টিটির মাধ্যমে ৪৭ লাখ ৭৮ হাজার টাকা আত্মসাৎ করেছেবলে সম্প্রতি ব্যাংক কর্তৃপক্ষপ্রাথমিক প্রমাণ পেয়েছে। এ আত্মসাতেরঘটনায় ওই ব্যাংকের সাবেক ম্যানেজার আসাদুজ্জামানকে জড়িত করে অপপ্রচারচালানো হচ্ছে। এমনকি বিভিন্ন গণমাধ্যমে আসাদুজ্জামাকে জড়িত করে খবর প্রচারকরা হয়েছে। সাচিলাপুর শাখা থেকে বদলি হওয়ার ১০ মাস পর সংঘটিত ভুয়া টিটিকেলেংকারির সাথে সাবেক ম্যানেজারের জড়িত হওয়ার কোনো সুযোগনেই। সাচিলাপুরব্যাংকের এক শ্রেণির কর্মকর্তা বিদ্বেষপ্রসূতভাবে এ ধরণের অবাস্তবদোষারোপের অপচেষ্টায় লিপ্ত হয়েছেন বলে আসাদুজ্জামান সংবাদ সম্মেলনে অভিযোগকরেন।