মহেশপুরপ্রতিনিধি: গতকাল শনিবার সকালে মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ফতেপুর ইউনিয়নের টুর্নামেন্টের খেলা বেড়েরমাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরদার। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, ইউপি আ.লীগের সভাপতি ডা. আতাউর রহমান,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মির্জা মিজানুর রহমান। মহেশপুর উপজেলায় একযোগে ১২ ইউনিয়নের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।