‘ছোট’দলের বড়তিনি। ক্লাব ফুটবল মাতানো সেই ভ্যালেন্সিয়া এবার মাতালেনবিশ্বকাপ। ম্যাচে ইকুয়েডরের দুটি গোলই এসেছে ২৫ বছর বয়সী ভ্যালেন্সিয়ারকাছ থেকে। ফলাফল, হন্ডুরাসকে ২-১ গোলে পরাজিত করে সুইজারল্যান্ডকে হটিয়ে‘ই’গ্রুপে ফ্রান্সের পরে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইকুয়েডর। গ্রুপ পর্যায়েএটাই দলটির প্রথম জয়।যদিও ৩১ মিনিটে কার্লো কস্টলির গোলেহন্ডুরাস বিশ্বকাপে তাদের প্রথম জয়ের ইতিহাসের দিকে এগিয়ে যাবার স্বপ্নেবিভোর ছিলো। কিন্তু তিন মিনিট পরেই ভ্যালেন্সিয়া ম্যাচে সমতা ফেরালেহন্ডুরাসের স্বপ্ন ভেঙে যায়। ওয়াল্টার আয়োভিসের ফ্রি-কিক থেকে ২৫ মিনিটেমাথা ছোঁয়ালে ভ্যালেন্সিয়ার বল জালের ঠিকানা খুঁজে পায়। আর এর সাথেইকুয়েডরের এবারের বিশ্বকাপে প্রথম জয়ও নিশ্চিত হয়। এ গোলের ফলে তিন দুইম্যাচে তিন গোল করে ভ্যালেন্সিয়া এখন করিম বেনজেমা,রবিন ফন পার্সি, থমাসমুলার এবং আরিয়ের রবেনের সাথে তিন গোল নিয়ে টুর্ণামেন্টের সর্বোচ্চস্কোরারের তালিকায় জায়গা করে নিলেন।