স্টাফ রিপোর্টার:নিজের ভুল বুঝতে পেরেছেন সাকিব আল হাসান। ম্যাচ চলার সময় গ্যালারিতে যাওয়া ঠিক হয়নি বলে স্বীকার করেছেন বাংলাদেশের এ অলরাউন্ডার।গত ১৫ জুন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষেপ্রথম ওয়ানডে চলার সময় সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে কয়েকজন যুবকউত্ত্যক্ত করলে বিসিবির নিরাপাত্তা কর্মীরা তাদের কয়েকজনকে ধরে ফেলে মারধরকরে। খবর পেয়েসাকিবও এসে তাতে যোগ দেন।
বৃষ্টিরকারণে খেলা বন্ধ থাকার সময় ঘটা এ ঘটনায় সিরিজ চলাকালে কোনো শুনানি করেনিবিসিবি। সিরিজ শেষ হওয়ার পর শনিবার সাকিবকে ডাকে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রকসংস্থাটি।বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির সভাপতি আকরাম খান, গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস, বিসিবির ভারপ্রাপ্ত প্রধাননির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এ শুনানিতে ছিলেন। তাতে নিজের অবস্থানব্যাখ্যা করেন সাকিব।
শুনানি শেষে সাংবাদিকদের সাকিব বলেন, ম্যাচ চলাকালীন সময়ে আমার সেখানে যাওয়া ঠিক হয়নি। আমি নিজের ভুল বুঝতে পেরেছি।ম্যাচচলাকালে খেলোয়াড়দের গ্যালারিতে যাওয়ার সুযোগ থাকে না। অথচ বাংলাদেশেরসাবেক অধিনায়ক সাকিব দাবি করেন,নিয়মটি সম্পর্কে তিনি পুরোপুরি জানতেন না!বিসিবিতে আলোচনা করে সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ চলার সময় অশোভন অঙ্গভঙ্গি করে তিন মাচে নিষিদ্ধ ছিলেন সাকিব।