মাথাভাঙ্গা মনিটর: আর্জেন্টিনার সমর্থকদের সংঘর্ষের খবর আকছার মেলে। তবে এবার সত্যিব্রাজিলিয়ান-আর্জেন্টাইনদের সংঘর্ষের খবর পাওয়া গেল। গত শনিবার সকালে বেলোহরিজোন্তে শহরে দু দেশের সমর্থকদের সংঘর্ষে একজন আহত হয়।
জানা যায়, সংঘর্ষের সূত্রপাত বোতলছোড়াছুড়ি থেকে। এরপর ধস্তাধস্তি। সংঘর্ষ থামাতে পুলিশকে স্টান গ্রেনেডব্যবহার করতে হয়। ঘটনার পর ২৩ বছর বয়সী এক ব্রাজিলিয়ানকে আটক করেছেপুলিশ। আহত ২১ বছর বয়সী সমর্থকের পরিচয় জানা যায়নি।বিশ্বকাপ দেখতেপ্রায় ১০ হাজার আর্জেন্টাইন এসেছে ব্রাজিলে। ব্রাজিলে সমর্থকদের সংঘর্ষেরখবর প্রায় মিলছে। এ কারণে কর্তৃপক্ষ নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করেছে।