মাথাভাঙ্গা মনিটর:এক বছর আগে মিশরের একটি থানায় হামলা চালানোরঅভিযোগে মুসলিম ব্রাদারহুড প্রধান মোহাম্মেদ বাদাইসহ দলটির ১৮৩ নেতাকর্মীকেমৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় দিয়েছে দেশটির একটি আদালত। গতকাল শনিবার রাজধানী কায়রোর দক্ষিণে মিনা শহরের একটি আদালতেএ রায় ঘোষণা করা হয়। তবে রায়ের বিরুদ্ধে মিশরের আপিল আদালতে আবেদন করারসুযোগ রয়েছে। এর আগেএপ্রিলে এক গণবিচারের রায়ে ওই ঘটনায় অভিযুক্ত ৬৮৩ জনকে মৃত্যুদণ্ড দেয়াহয়েছিলো। ওই রায় তখন বিশ্বব্যাপি মানবাধিকার গোষ্ঠীগুলোর ব্যাপক সমালোচনারশিকার হয়েছিলো।শনিবারের রায়ে চার আসামির ১৫ থেকে ২৫ বছরের সাজা হয়। ৬৮৩ জনের মধ্যে বাকি আসামিদের খালাস দেয়া হয়।অভিযুক্তরা২০১৩’র ১৪ অগাস্ট মিনায় একটি পুলিশি থানায় হামলা চালিয়েছেন বলে অভিযোগ করাহয়েছে। ওই হামলায় কয়েকজন পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। ওই একই দিন কায়রোতেপুলিশের সাথে সংঘর্ষে কয়েকশত মুসলিম ব্রাদারহুড সদস্যও নিহত হয়েছিলেন।অভিযুক্তদের আইনজীবী এ গণবিচারকে নাটকবলে মন্তব্য করে অভিযুক্তদের অনেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে দাবি করেছেন।গণবিচারেরপ্রাথমিক রায়ের পর ওই মৃত্যুদণ্ডাদেশ পর্যালোচনার জন্য মিশরের প্রধানমুফতির কাছে পাঠানো হয়েছিলো। মুফতির মতামতের ভিত্তিতে প্রকাশ করা ওই রায়মিশরীয় বিচার ব্যব্স্থার প্রথম ধাপ। এক প্রতিনিধি জানিয়েছেন, মামলাটি শেষ পর্যন্ত মিশরের আপিল আদালতে যেতে পারে।