চুয়াডাঙ্গার হিজলগাড়ি বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 

 

বেগমপুর প্রতিনিধি:চুয়াডাঙ্গার হিজলগাড়ি ইউনিয়ন ভিত্তিক বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে বেগমপুর ইউনিয়ন কর্তৃপক্ষের আয়োজনে হিজলগাড়ি স্কুলমাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে অংশ নিয়ে বঙ্গবন্ধু ম্যাচে নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে হিজলগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় জিতেছে।এছাড়া বঙ্গমাতা ম্যাচে কুন্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে হিজলগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় জিতেছে। খেলা পরিচালনা করেনশিক্ষক নজরুল ইসলাম ও আলাউদ্দিন। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আলী হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশ নেয়া দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন। হিজলগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেনইউপি সচীব আসাবুল হক মাসুদ। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করে শিক্ষক আব্দুর রাজ্জাক।