জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাফিজ ও সহকারী কমিশনার (ভূমি) কামাল হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার জীবননগর সাহিত্য পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়। রাতে শহরের কাজী টাউয়ারে সাহিত্য পরিষদ কার্যালয়ে সাহিত্য পরিষদের সভাপতি ডা. শাহিনূর হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত প্রদান অতিথি ইউএনও নূরুল হাফিজ ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবাগত এসিল্যান্ড কামাল হোসেন।সংবর্ধিত দু অতিথি তাদের বক্তব্যে জীবননগর সাহিত্য পরিষদ তথা জীবননগর উপজেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
জীবননগর সাহিত্য পরিষদের অন্যতম সদস্য কাজী বদরুদ্দোজার পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সাহিত্য পরিষদের উপদেষ্টা গোলাম মোর্তুজা, উপজেলা ভাইস চেয়ারম্যান হফিজুর রহমান হাফিজ, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আক্তার রিনি। এছাড়াও বক্তব্য রাখেন উথলী ইউপির সাবেক চেয়ারম্যান জীবননগর উপজেলা বাস মিনিবাস মোটরমালিক সমিতির সভাপতি হাজি সাইদুর রহমান ধুন্দু, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজামউদ্দিন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, পদ্মপুকুর কলেজের সহকারী অধ্যাপক মুন্সী তারিকুজ্জামান, চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুন্সী আবু সাঈফ মুকু ও তরুণ নেতা আ. সালাম ইশা। সংবর্ধনা অনুষ্ঠানে সূধী, সাংবাদিক ও সাহিত্য পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।