মাথাভাঙ্গা মনিটর:লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর দলেরনেতৃত্ব পর্যায়ে শুরু হওয়া সংস্কারের অংশ হিসেবে আসামের মুখ্যমন্ত্রী তরুণগগৈকেও সরানোর দাবি উঠেছে।এক প্রতিবেদনে বলা হয়, দলের ভরাডুবির পর তরুণ গগৈ নিজেই পদত্যাগ করতে কেন্দ্রীয়নেতৃত্বের কাছে গিয়েছিলেন। তখন তা নাকচ করা হলেও নতুন করে আসাম কংগ্রেসের স্থানীয়নেতাদের পক্ষ থেকে তার পদত্যাগ দাবি ওঠার পর নতুন করে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করাহচ্ছে।রাজ্যসরকারের শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর পরিবর্তনেরবিষয়টি পুনর্বিবেচনা করতে কেন্দ্রকে অনুরোধ জানিয়েছেন। বিধান সভায় কংগ্রেসের ৭৮ জনএমএলএর মধ্যে ৪৫ জনই গগৈ এর সরে যাওয়ার পক্ষে।আরো জানানো হয়, কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগে বিষয়টি পর্যবেক্ষনকরতে গৌহাটিতে যাবেন। তবে চুড়ান্ত সিদ্ধান্ত হবে কংগ্রেসের সংসদীয় সভায়।আসামের১৩ বছরের মুখ্যমন্ত্রী গত দু বছর ধরেই দলের ভেতর থেকে জোরালো বিরোধিতা মুখেপড়ছেন। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে নিজেদের ঘাঁটি হিসেবে পরিচিত আসামের ১৪টিআসনের মধ্যে মাত্র তিনটিতে জিতেছে কংগ্রেসের প্রার্থীরা।নির্বাচনেবিজেপি পেয়েছে সাতটি আসন। মুখ্যমন্তী গগৈয়ের ছেলে গৌরভ তার নিটকতম প্রতিদ্বন্দ্বীরচেয়ে মাত্র ৯৪ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।৭৮বছর বয়স্ক গোগৈর ঘনিষ্ঠজনরা অব্যবস্থাপনা আর দলবাজিকে লোকসভা নির্বাচনে ভরাডুরিরকারণ হিসেবে মনে করছেন।