আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার পোলতাডাঙ্গা-আঠারোখাদার মাঠে গণছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী দল মহিলাসহ বেশ কয়েকজন পথচারির নিকট থেকে নগদ ২০ হাজার টাকা, সোনার গয়না ও মোবাইলফোন সেট ছিনিয়ে নিয়ে গেছে।
জানাগেছে,গত শুক্রবার রাতে আলমডাঙ্গা শহর থেকে বাড়ি ফেরার পথে আঠারোখাদা ও পোলতাডাঙ্গা গ্রামের বেশ কয়েকজন গ্রামবাসী ছিনতাইকারীদের কবলে পড়েন। পোলতাডাঙ্গা-আঠারোখাদা মাঠের মোশারেফের কলাবাগানের পাশে ওই ঘটনা ঘটে।ঘটনার শিকার একাধিক ব্যক্তি বলেছেন, ৭/৮ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল পথচারিদের দেশীয় অস্ত্রের মুখে পথ আটকে সর্বস্ব ছিনিয়ে নেয়।রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছুলে আঠারোখাদা গ্রামের শামীমের নিকট থেকে নগদ ১০ হাজার টাকা ও ১টি মোবাইল ফোনসেট, একই গ্রামের পলি খাতুনের নিকট থেকে সোনার ১টি চেন ও ১ জোড়া কানের দুল,পোলতাডাঙ্গা গ্রামের রাজু আহমেদের ২টি মোবাইল ফোনসেট ও অজ্ঞাত দু কলাব্যবসায়ীর নিকট থেকে ১০ হাজার নগদ টাকা ছিনিয়ে নেয়।