অতীত থেকে মোদীর ভিসা বিতর্ক টেনে আনা উচিত নয়

স্টাফ রিপোর্টার:সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, যুক্তরাষ্ট্র যেএকসময় ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভিসা দেয়নি সেটা অতীতহয়ে গেছে। তাই সেই অতীতকে বার বার টেনে এনে যুক্তরাষ্ট্রকে বিব্রত করারচেষ্টা করা উচিত নয়। ভারতের গুজরাটে হিন্দু-মুসলিম দাঙ্গার কারণে মোদীকে২০০৫ সালে মার্কিন ভিসা না দেয়ার সিদ্ধান্ত বুশ প্রশাসনের সঠিক সিদ্ধান্তছিলো নাকি ভুল ছিলো তা নিয়ে ২০১৪ সালে বিতর্ক তোলার কোনো মানে নেই। এক সাক্ষাত্কারে হিলারি এসব কথা বলেন।

প্রশ্ন করা হয়, মোদী যে একদিন ভারতের শীর্ষপদে বসবেনযুক্তরাষ্ট্র সেটা আমলেও নেয়নি এটা সত্যি কি না। মোদীর এ উত্থানেযুক্তরাষ্ট্র বিস্মিত ও বিব্রত কি না। জবাবে হিলারি বলেন, আমি বার বারঅতীতকে টেনে না আনার অনুরোধ জানিয়েছি। প্রেসিডেন্ট ওবামা এবং মোদী যখনকয়েকমাস পর দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তখন সব ভুল বোঝাবুঝির অবসান হবে।মোদীকে একজন দক্ষ রাজনীতিক হিসেবে প্রশংসা করে হিলারি বলেন তিনি দক্ষ বলেইদক্ষিন এশীয় নেতাদের নিজের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ করে আনতে পেরেছিলেন।বিশেষ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আমন্ত্রণ জানালো ছিলোসত্যিকার নেতার মতো কাজ। মোদী ছাড়াও হিলারি পাকিস্তান, আফগানিস্তান, আল-কায়েদা, তালেবান ইত্যাদি প্রসঙ্গ নিয়ে বিস্তারিত কথা বলেন।

Leave a comment