হয়রানি বন্ধ না হলে সোমবার থেকে ফল আমদানি বন্ধের হুমকি

 

স্টাফ রিপোর্টার: ফরমালিনবিরোধী অভিযানের নামে ভ্রাম্যমাণ আদালতের হয়রানিবন্ধ না হলে সোমবারথেকে ফল আমদানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর ফল আড়ৎদার আমদানিকারকব্যবসায়ী সমিতি। গতকালশুক্রবার সকালে রাজধানীর বাদামতলীতে সমিতির কার্যালয়েসংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়ে সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন,  ভ্রাম্যমাণ আদালত ফরমালিনমুক্ত অভিযানের নামে ব্যবসায়ীদের হয়রানি ও পুঁজিধ্বংস করছে। একের পর এক অভিযানে ফল ব্যবসায়ীরা পুঁজি হারিয়ে পথে বসতেচলেছেন। এ অবস্থায় তারা কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন।ভ্রাম্যমাণ আদালতেরঅভিযানের বিশ্বাসযোগ্যতা নিয়ে অভিযোগ করে এ ব্যবসায়ী নেতা বলেন, অভিযানেপ্রথমিক পরীক্ষায় ফরমালিনের উপস্থিতির বিষয়ে সন্দেহ হলেই ফল নষ্ট করাহচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। ফরমালিনের উপস্থিতি পাওয়া গেলেল্যাবরেটরিতে পরীক্ষা করতে হবে। এ ছাড়া শনিবার সকাল থেকে বিকেল পর্যন্তনগরীতে পাইকারী ফলের দোকান বন্ধের ঘোষণাও দেয়া হয় সংবাদ সম্মেলনে।