সুইজারল্যান্ডকে গোল বন্যায় ভাসালো ফ্রান্স

 

 

স্টাফ রিপোর্টার: সুইজারল্যান্ডকেগোল বন্যায় ভাসিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিলো ফরাসিরা। এ জয়ের ফলেফ্রান্সের দ্বিতীয় পর্বের টিকিট পাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। গতকাল শুক্রবাররাতে সালভাদরে অনুষ্ঠিত ম্যাচে সুইজারল্যান্ডকে ৫-২ গোলে হারিয়েছেফ্রান্স। এর আগে নিজেদের প্রথম ম্যাচে দু দলই জয় পেয়েছে। গতরাতের খেলার প্রথম দিকেই আক্রমনাত্মক হয়ে ওঠে ফ্রান্স। খেলার ১৭ মিনিটের প্রথম গ্রারউদ, এর এক মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করে মাথুডি। ৪০ মিনিটে আসে তৃতীয় গোল। এটি করে ভালবানা। বেনজামা একটি পেনালটি মিস করলেও খেলার দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে সুইজারল্যান্ডকে অসহায় করে ৪র্থ গোলটি করেন। ৭৩ মিনিটে ৫ম গোলটি করে সিসোকো। খেলার শেষের দিকে খানেকটা হঠাত করেই যেন ঝলসে ওঠে সুইজারল্যান্ড। বিজামেলে খেলার ৮৩ মিনিটে ডেজামালি ও ৮৭ মিনিটে জাহাকা দ্বিতীয় গোলটি করে। সুইজদের বিরদ্ধে খেলেও বেনজামা ম্যান অবদা ম্যাচ নির্বাচিত হয়েছে।