মেহেরপুর অফিস: মেহেরপুর দরবেশপুর গ্রামে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে এক গৃহবধূ আহত হয়েছেন। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের দরবেশপুর গ্রামের আবুল হায়াতের স্ত্রী মরিয়ম খাতুন (৩৮) ঘরের পাশে কাজ করছিলেন। দুপুরের দিকে মাটির দেয়াল তার গায়ের ওপর ধ্বংসে পড়ে। দেয়ালের নিচে চাপা পড়ে তিনি মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।