মেহেরপুরে গাঁজাসহ ২ ব্যক্তি আটক

 

মেহেরপুর অফিস: মেহেরপুর পুলিশ গাঁজাসহ দুব্যক্তিকে আটক করে থানায় নিয়েছে। গতকাল শুক্রবার ভোরে মেহেরপুর সদর থানা পুলিশ সদর উপজেলার উজুলপুর গ্রাম থেকে তাদের আটক করে।

পুলিশ জানায়, মেহেরপুর সদর উপজেলার উজুলপুর গ্রামের জিতুর ছেলে রাজন ও একই গ্রামের ইছার আলীর ছেলে আশালকে ১০০গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। এব্যাপারে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।