মাথাভাঙ্গা মনিটর: দলেরখেলার ধরন নিয়ে খোদ মেসির আপত্তি রয়েছে। সেটা নিয়ে এখানে লোকজনের মধ্যেওবেশ আলোচনা। তবে খেলার ধরন নিয়ে মতোবিরোধ যাই থাক,প্রথম ম্যাচে জয়পাওয়ায় আজ মানসিকভাবে ফুরফুরে ভাব নিয়েই মাঠে নামবে মেসির আর্জেন্টিনা।জয়দিয়ে বিশ্বকাপ শুরু করা মেসির দল আজ মুখোমুখি হবে গ্রুপ পর্ব পেরোনোরস্বপ্ন দেখা ইরানের। জিততে না পারলেও প্রথম ম্যাচে এক পয়েন্ট অর্জন করেছেইরান। এবার তাদের স্বপ্ন আর্জেন্টিনার বিপক্ষে অকল্পনীয় কিছু করে দ্বিতীয়পর্বে পা রাখা। অন্যদিকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বসনিয়া হার্জেগোভিনাকেহারিয়েছে আর্জেন্টিনা। দ্বিতীয় পর্ব নিশ্চিত করতে আজ বেলে হরিজোন্তেরমাঠে নামবে আলেসান্দ্রো সাবেলার শিষ্যরা। তবে কোনো ফরমেশনে খেলবেন তা নিয়েএবারও কথা বলেননি কোচ।
আটাশ বছর পর মেসির নেতৃত্বেআলবিসেলেস্তেরাদের সামনে এবার শিরোপা পুনরুদ্ধারের সুযোগ। সে পথেই যেনহাঁটছেন ম্যারাডোনার উত্তরসুরিরা। বিশ্বকাপের প্রতিটি ম্যাচই জমজমাট লড়াইহচ্ছে। ভাল সূচনার পর নক আউট পর্বে পথ দীর্ঘয়াতি করতে চান না ডি মারিয়া, হিগুয়েইন, আগুয়েরো, মাসচেরানোরা।আর্জেন্টিনার পথে ইরান কোনোবাধা হওয়ার কথা নয়। কারণ মাঠে দুই দলের পারফরমেন্সই ব্যবধান গড়ে দিতে পারে।এমন বিশ্বাস আর্জেন্টনাইনদের। তবুও ভাবতে হচ্ছে আলেসান্দে সাবেলাকে।বসনিয়ার বিপক্ষে জিততে অনেকটা ঘাম ঝরেছে তার শিষ্যদের। ২-১ গোলেরঝুঁকিপূর্ণ ব্যবধান নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। বসনিয়ার বিরুদ্ধে যে খেলাটাখেলছে আর্জেন্টিনা, তাতে ম্যাচ জিতলেও খুব একটা স্বস্তি ছিলো না।
সাবেলারপরিকল্পনা নিয়ে মেসি নিজেও প্রশ্ন তুলেছেন। সমালোচনা হচ্ছে বাইরে থেকেও।অবশ্য অনেক আর্জেন্টাইন আবার মনে করছেন,বছরের পর বছর আক্রমণাত্মক ফুটবলখেলে শূন্য হাতে থাকা আর্জেন্টিনা শিরোপার জন্য একটু আপোষ করতেই পারে।তবেআজকের ম্যাচে চাপ বলে যদি কিছু থাকে সেটা আর্জেন্টিনার ওপর। ইরান এখানেচ্যাম্পিয়ন হতে আসেনি। যদি ইরান কোনো অঘটন গঠিয়েই ফেলে তাহলে সমালোচনাহবে আর্জেন্টিনার। আর যদি ড্র হয়ে যায় তাহলে সেটা হবে ১৯৭৭ সালের পর আবারএই দু দলের ড্র। ওই একবারই এই দু দল মুখোমুখি হয়েছিলো কোনোপ্রীতিম্যাচে।
যেটি অনুধাবন করেছেন কোচ আলেসান্দে সাবেলাও। তাইইরানকে সহজ প্রতিপক্ষ মানছেন না তিনি, প্রতিপক্ষকে হালকা ভাবলে হবে না।তারা প্রথম ম্যাচে নাইজেরিয়ার সাথে গোলশূন্য ড্র করেছে। হিসেব করেই খেলতেহবে।সাবেলার এমন মন্তব্য প্রতিপক্ষের সাহস বাড়িয়ে দেবে এতেসন্দেহ নেই। ইরান কোচ কার্লোস কুইরোজ বলেই বসেছেন, প্রথম ম্যাচে পয়েন্টপেয়ে আমরা খুশি,তবে তৃপ্ত নই। আরো সামনে যেতে চাই। কিন্তু আর্জেন্টিনারকাছে হারলে আমরা দুর্বল অবস্থানে পড়ে যাব। ফুটবলাররা বোঝাপড়া করে খেললেজিতে গেলেও অবাক হবেন না। তবে আমি চাই জয়, না হলে অন্তত ড্র।
ইরান এর আগে তিনবার বিশ্বকাপখেলেছে- ১৯৭৮,১৯৯৮ ও ২০০৬ সালে। একবারও গ্রুপ পর্ব পার হতে পারেনি। শুধুএক ম্যাচ জয়ের রেকর্ড আছে, ৯৮’তে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ গোলে।বিশ্বকাপ ফুটবলে ইরানের গৌরব এতোটুকুই। এবার বাছাই পর্বে ১৬ ম্যাচে ১০ জয়ও ৪ ড্রতে উচ্চাশা নিয়ে ব্রাজিলে এসেছে। লক্ষ্য অন্তত গ্রুপ পর্ব পেরনো।ফুটবলবাজিকররা এরই মধ্যে বলে দিয়েছেন আর্জেন্টিনার কাছে ৪ গোল খাবে ইরান। আবারকেউ বলেছেন ২-০ গোলে হারবে। ম্যাচের স্কোর লাইন কি হবে সেটা আজ রাত১০টার পরই পরিষ্কার হতে শুরু করবে।