স্টাফ রিপোর্টার:ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বীর ওপর হামলা করেছেদুর্বৃত্তরা। গতকালশুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের কালীরবাজার এলাকায় এহামলার ঘটনা ঘটে। এ সময় রফিউর রাব্বি আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্যনারায়ণগঞ্জ-৫ আসনের উপ নির্বাচনের উপলক্ষে লিফলেট বিতরণ করছিলেন। লিফলেটেলেখা ছিলো, তানভীর মুহাম্মদ ত্বকীর সকল হত্যাকারীর ফাঁসি চাই, ভোট আপনারপবিত্র আমানত আপনার সন্তান ও শিশুদের কথা ভেবে অন্তত খুনী ও সন্ত্রাসীপরিবারের কাউকে ভোট দেবেন না।