টিপ্পনী

 

 

খবর:(জীবননগরে চুরি ডাকাতি চাঁদাবাজি প্রতিরোধে রাত জেগে গ্রামপাহারা)

 

দিনের বেলায় কাজ করে খায়

রাত এলে দেয় পাহারা

কাহারা?

গ্রামের মানুষ যাহারা।

 

সারা পাড়ায় অভাব অভাব

তার পরে দান বসাইয়া

খসাইয়া-

দিচ্ছে ওরা ধসাইয়া।

 

চারিদিকে খুনখারাবি

হয়তো যাবো মরিয়া

বাঁচবো যে কী করিয়া

গ্রাম পাহারা দিচ্ছি সবাই

তাইতো কদিন ধরিয়া।

 

-আহাদ আলী মোল্লা