চুয়াডাঙ্গা হাজরাহাটিতে দোকানে বসে নেশার প্রতিবাদ করায় যুবককে মারপিট

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা হাজরাহাটির টনিককে মারপিট করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে খেয়াঘাট মোড়ে এ ঘটনা ঘটে। হাজরাহাটির জুয়েল তাকে মারপিট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। টনিককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে।

টনিকের শয্যাপাশে থাকা লোকজন ঘটনার বর্ণনা দিতে গিয়ে অভিযোগ তুলে বলেছেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি মণ্ডলপাড়া মোড়ে মুদি ও চায়ের দোকান আছে প্রতিবন্ধী হাসান মণ্ডলের ছেলে টনিকের (২৫)। পার্শ্ববর্তী জোয়ার্দ্দারপাড়ার বেশ কয়েকজন যুবক তার দোকানে আসেন এবং সেখানে বসে আড্ডা দেন। তারা দোকানে বসে নেশাও করেন।বিভিন্ন সময় তার দোকানে বসে নেশা করতে নিষেধ করলে দোকানের চায়ের কাপ ভাঙচুর করেন তারা। এতে দোকানদার টনিক তাদের দেনাপাওনা মিটিয়ে দিয়ে তাদেরকে দোকানে আসতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত জোয়ার্দ্দারপাড়ার শহিদ জোয়ার্দারের ছেলে জুয়েলসহ ৮/১০ গতকাল বিকেলে খেয়াঘাট মোড়ে তাকে মারপিট করেন।তাদের কাছে থাকা ক্ষুর দিয়ে টনিকের হাতে পোঁচ মারেন এবং হকিস্টিক দিয়ে আঘাত করেন।আহত অবস্থায় টনিককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।