চুয়াডাঙ্গার সাতগাড়িতে প্রীতি ফুটবলে বিবাহিত একাদশ জয়ী

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সাতগাড়িতে প্রীতি ফুটবল ম্যাচে বিবাহিত একাদশ ২-১ গোলে অবিবাহিত স্ট্রাইগারকে হারিয়েছে। গতকাল শুক্রবার এমএ বারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকেল ৪টার দিকে শুরু হওয়া উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধে ২৫ মিনিটের মাথায় বিবাহিত একাদশের বিপুল পেনাল্টি থেকে একটি গোল করেন। একের পর এক আক্রমণ চালালেও প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি অবিবাহিত স্ট্রাইগার। দ্বিতীয়া আর্ধের ২০ মিনিটের মাথায় বিবাহিত একাদশের শান্ত আবারো গোল করেন। খেলার শেষ মিনিটে দুর্দান্ত এক শটে অবিবাহিত স্ট্রাইগারের একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন মালেক। বিবাহিত একাদশের হয়ে খেলেন- টুটুল (অধিনায়ক), শান্ত, সবুজ, উজ্জ্বল, বিপুল, শিপুল, বাবুল, রকি, নজরুল, সলেমান, সোহেল, টুটুল-২ ও কাজল। অবিবাহিত স্ট্রাইগারের হয়ে খেলেন- রিপন (অধিনায়ক), রোকন, মালেক, সাহেব, সাব্বির-১, সুলাইমান, ঝলোক, সাব্বির-২, আসাদ, সাকিল, রাজীব ও ইমন। খেলাটি পরিচালনা করেন জাহাঙ্গীর আলম।