কালীগঞ্জে মোবারকগঞ্জ স্টেশনে থামছে ঢাকা-খুলনা আন্তঃনগর ট্রেন চিত্রা

 

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ স্টেশন থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনে যাত্রী ওঠা-নামার সুযোগ পেয়েছে। গতকাল সকাল ১১টায় ঝিনাইদহের মোবারকগঞ্জ স্টেশনে থামা চিত্রা এক্সপ্রেস আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়েছে।

জানা গেছে, মোবারকগঞ্জস্টেশনেচিত্রা এক্সপ্রেস থামার উদ্বোধন দিনে মাস্টার মোতাব্বর আলী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। তিনিই চিত্রার মোবারকগঞ্জ স্টেশনে থামাকে স্বাগত জানিয়ে উদ্বোধন করেন। অনুষ্ঠানেঅন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ঠাণ্ডু, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজু প্রমুখ।