আলমডাঙ্গার হাটবোয়ালিয়ার নিউ জনসেবা ক্লিনিকে নবজাতকের মৃত্যু :উত্তেজনা

 

 

আলমডাঙ্গা ব্যুরো: নবজাতকের মৃত্যুর ঘটনায় আলমডাঙ্গার হাটবোয়ালিয়ার নতুন বাজারের নিউ জনসেবা ক্লিনিক এলাকায় সমালোচনার ঝড় উঠেছে।সিজার করার পর গত শুক্রবার দুপুরে শিশুটির মৃত্যু ঘটে।

জানাগেছে,গাংনী উপজেলার মানিকদিয়া গ্রামের হাফিজুর রহমানের স্ত্রীর প্রসব বেদনা উঠলে গত বৃহস্পতিবার তাকে আলমডাঙ্গা হাটবোয়ালিয়ার নতুন বাজারের নিউ জনসেবা ক্লিনিকে ভর্তি করা হয়।ওই রাতেই তাকে সিজার করা হয়।পরদিন শুক্রবার দুপুরে নবজাতকের মৃত্যু হয়। এ অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে সাথে নবজাতকের স্বজনেরা ক্ষুব্ধ হয়ে ওঠে।এ ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় ওঠে। অভিযোগ ওঠে, ক্লিনিক মালিক আলমডাঙ্গার কনা নার্সিং হোমের সাবেক ওয়ার্ডবয় সিরাজুল ইসলাম নিজেই ওই সিজার করার কারণে নবজাতকের মৃত্যু ঘটেছে।তবে ক্লিনিকের একটি দায়িত্বশীল সূত্র এ অভিযোগ মিথ্যা দাবি করে বলেছে, প্রসূতির আত্মীয়-স্বজনের চাহিদামাফিক বাইরে থেকে বিশেষজ্ঞ নিয়ে এসে ওই অপারেশন করানো হয়েছে।