স্টাফ রিপোর্টার: বাংলাদেশের নির্বাচন কমিশনের ওয়েবসাইট হ্যাকড হয়েছে।এনওএফএডব্লিউকেএক্স এ১ নামের আন্তর্জাতিক একটি হ্যকার গ্রুপ ওয়েবসাইটিহ্যাক করে। ভুল তথ্য প্রদানের অপরাধে এ কাজ করা হয়েছে বলে গ্রুপটির পক্ষথেকে দাবি করা হয়েছে। গতকালবৃহস্পতিবার বিকেল থেকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটেহোমপেইজে http://www.ecs.gov.bd/ ওই হ্যাকার গ্রুপের ব্যানার ঝুলানো হয়েছে।সেখানে লেখা হয়েছে প্রতিটি সরকার মিথ্যুকের দ্বারা পরিচালিত। হ্যাকারগ্রুপটি দাবি করেছে, সন্ত্রাসের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। বর্তমানেসাইটটি মেরামতের চেস্টা চলছে বলে নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে।