মাথাভাঙ্গা মনিটর: ফেলিপ দে বর্বোন আনুষ্ঠানিকভাবে স্পেনের রাজা হিসেবে অভিষিক্ত হয়েছেন।সম্প্রতি ফেলিপের বাবা হুয়ান কার্লোস সিংহাসন ত্যাগের ইচ্ছা প্রকাশ করার পর বার্বোনের রাজা হওয়াটা ছিলো সময়ের ব্যাপার। গত বুধবার দিনের প্রথমভাগে ৭৬ বছর বয়সী বিদায়ী রাজা কার্লোস উত্তরাধিকারী ছেলে বর্বোনের কাছে দায়িত্ব দিয়ে সরে দাঁড়ানোর আইনে সই করেন।মাদ্রিদের রাজকীয় প্রাসাদে ছোট্ট আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে রাজার পালাবদল সম্পন্ন হয়।দেশটির প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয়ও ওই আইনে সই করেন।নতুন রাজা ‘ষষ্ঠ ফেলিপ’ হিসেবে রাজত্ব পরিচালনা করবেন। গতকাল বৃহস্পতিবারদেশটির সংসদের অধিবেশন শুরুর আগে নিম্নকক্ষ ও সিনেটের প্রায় ৭০০প্রতিনিধি, পুরো মন্ত্রিসভা এবং শতাধিক বিশেষ অতিথির উপস্থিতিতে তাকে রাজাঘোষণা করা হবে।